হিল ভয়েস, ৯ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুর বিভিন্ন গ্রামে বসবাসকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর সদস্যদের ২৮টি পরিবারকে আজকের রাতের মধ্যে বাড়ি ও গ্রাম ছাড়তে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এমনকি সন্ত্রাসীরা উক্ত পরিবারগুলোর বাড়িতে তালা মেরে দিয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংস্কারপন্থী সন্ত্রাসীরা প্রথমে আজ ৯ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে লংগদু উপজেলার পশ্চিমদিকের বড়াদাম, টিনটিলা, মাজনপাড়াসহ বিভিন্ন গ্রামে বসবাসকারী পিসিজেএসএস সদস্যদের পরিবারগুলোকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
পরে আবার আজকের সন্ধ্যার দিকেই অনঙ্গলাল চাকমার নেতৃত্বে সংস্কারপন্থীদের একটি সশস্ত্র দল লংগদুর বড়াদম এলাকায় গিয়ে জেএসএস’এর সদস্যদের সকল পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। সাথে সাথে ছেড়ে যাওয়া বাড়িগুলোতে সন্ত্রাসীরা তালা মেরে দিয়েছে।
এছাড়া সন্ত্রাসীরা বাড়ি ছেড়ে যাওয়ার সময় পরিবারের লোকদের আবার সেখানে দেখলে ব্রাশ ফায়ার করে মারবে এবং বাড়ি জ্বালিয়ে দেবে বলে হুমকি প্রদান করে।
প্রাথমিক তথ্যমতে, ভুক্তভোগী পরিবারের সংখ্যা ২৮টি বলে জানা গেছে। তবে এই ২৮টি পরিবারের সবগুলো বড়াদাম গ্রামের থেকে কি না, তা নিশ্চিত করা যায়নি। বাড়ি ছেড়ে যাওয়া পরিবারগুলো কে কোথায় আশ্রয় নিয়েছে তাও জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক লংগদুর কয়েকজন মুরুব্বি সংস্কারপন্থীদের এহেন পদক্ষেপকে ‘চরম অমানবিক’, ‘উস্কানিমূলক’ এবং ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত লংগদুর বড়াদম থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৭টি পরিবারের পরিচয় পাওয়া গেছে। সেগুলি হল- (১) নিউটন হেডম্যান, পীং-মৃত অমিয় কান্তি চাকমা; (২) জ্ঞানদ্বীপ চাকমা, পীং-মৃত বীরেন্দ্র লাল চাকমা; (৩) সরোজ বিকাশ চাকমা, পীং-মৃত যামিনী রঞ্জন চাকমা; (৪) অমিত কুমার চাকমা, পীং-অজ্ঞাত; (৫) সাধন লতা চাকমা, স্বামী-মৃত কালী কুমার চাকমা; (৬) নিশান চাকমা, পীং-অজ্ঞাত; (৭) নরোত্তম চাকমা, পীং-অজ্ঞাত।