হিল ভয়েস, ৯ ডিসেম্বর ২০২০, বান্দরবান: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ৪ নং নোয়পতং ইউনিয়নের ২ নং ওর্য়াডের আন্তহা ত্রিপুরা পাড়া গ্রামের দুই আদিবাসী ত্রিপুরা যুবক সেনাবাহিনী কর্তৃক বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৮ নভেম্বর ২০২০ সন্ধ্যা আনুমানিক ৭:০০ টার দিকে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হাওয়া দুই ত্রিপুরা যুবকরে নাম আব্রাহাম ত্রিপুরা (২৩), পীং-পন্ডিরাম ত্রিপুরা এবং আলবিন্দু ত্রিপুরা (১৯), পীং-যোগ্যমনি ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আন্তহা পাড়া সেনা ক্যাম্প থেকে সুবেদার ফজলুলের নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য পেট্রোলিং থেকে ফেরার পথে আন্তহা পাড়ার এক চায়ের দোকান থেকে চা পানরত দুই যুবককে আচমকা ধরে নিয়ে দোকানের পাশে এককোনায় বেদম মারধর করে। মারধর করতে করতে সেবাবাহিনী সদস্যরা বলতে থাকে, তোমাদের পাড়ায় সন্ত্রাসী আছে। তোমরা আমাদের জানাও না। এছাড়া নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে এবং হুমকি দেয়।
মারধর করার আধাঘন্টা পর দুই যুবককে ছেড়ে দেয়া হয়।