হিল ভয়েস, ২৭ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে যে কোনোভাবে খুন করে সেনাবাহিনীকে লাশ দেখানোর আদেশ আপাতত বাতিল করে সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট ‘মগপার্টি’ খ্যাত সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক যৌথভাবে গ্রামে গ্রামে টহল অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে এই অভিযান পরিচালনা করা হবে। আর এর মধ্যে অথবা অতিশীঘ্রই মিয়ানমার থেকে আরও কিছু সশস্ত্র লোক এসে মগ পার্টিতে যোগদান করার কথা রয়েছে বলে জানা গেছে।
গতকাল ২৬ ডিসেম্বর ২০২০ সকাল আনুমানিক ১০:০০ টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকায় অনুষ্ঠিত মগ পার্টি গ্রুপের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানানো হয়েছে।
রাজস্থলীর পোয়াইতু পাড়া এলাকাটি সেনাবাহিনীর ছত্রছায়ায় থাকা সন্ত্রাসী মগ পার্টির ঘাটি এলাকা হিসেবে পরিচিত। সন্ধ্যা ৬:০০ টার পর বহিরাগত কোন লোকের এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ বলে গ্রামবাসী সূত্রে জানা যায়।
ধারণা করা হচ্ছে, গত ২৪ ডিসেম্বর ২০২০ অনলাইন সংবাদ মাধ্যম ‘হিলভয়েস’ এ “রাজস্থলীতে মগ পার্টিকে সেনাবাহিনীর মেজরের নির্দেশ: আমরা লাশ চাই, আমাদেরকে লাশ দেখাও” শিরোনামের রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর সেনাবাহিনীর পরামর্শে মগ পার্টির সদস্যরা উপরোক্ত জরুরি বৈঠক আয়োজন করে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২০ তারিখ হিল ভয়েস এ প্রকাশিত রিপোর্টে বলা হয়, ‘রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার রাজস্থলী সদর সেনা সাব-জোনের কম্যান্ডার মেজর মঞ্জুর সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগ মদদপুষ্ট সন্ত্রাসী দল ‘মগপার্টি’র প্রতিনিধিদের বলেন, ‘আমরা লাশ চাই, আমাদেরকে লাশ দেখাও। তোমরা কোথা থেকে লাশ আনবে আমরা জানি না।’
এতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কম্যান্ডার মেজর মঞ্জুর আরাকান লিবারেশন পার্টি (এএলপি) থেকে দলছুট মগ পার্টির সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকান্ডে দূর্বলতা লক্ষ্য করে অসন্তোষ প্রকাশ করে তাদের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠক করে এই কথা বলেন।
জানা গেছে, হিল ভয়েস এ উক্ত রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর মেজর মঞ্জুর মগ পার্টির প্রতিনিধিদের নিকট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা (হিল ভয়েস) কিভাবে এটা খবর পেলো, কে ফাঁস করেছে তা তদন্ত করতে হবে।’
এদিকে হিল ভয়েস এ প্রকাশিত উক্ত রিপোর্টটি প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে এক গ্রামবাসী বলেন, ‘রিপোর্টটি প্রকাশিত হওয়ায় ভালো হয়েছে। তাদের গোপন ষড়যন্ত্র ফাঁস হয়েছে।’