হিল ভয়েস, ৯ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) সন্ত্রাসীরা রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়ি থেকে এক জুম্মকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরে ওই অপহৃত ব্যক্তি মুক্তি পেয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৮ ডিসেম্বর ২০২০ বিকাল ৪:০০ টার দিকে সংস্কারপন্থী ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি দল চিসু চাকমা (৪৭), পীং-মৃত সুরেন্দ্র লাল কার্বারী নামের ওই জুম্মকে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা চিসু চাকমাকে তাদের আস্তানায় নিয়ে গিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে।
এরপর বিকাল ৫:০০টার দিকে অপহরণকারীরা চিসু চাকমাকে নিকটবর্তী জীবতলি সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করে। পরে জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমার অনুরোধে সেনাবাহিনী চিসু চাকমাকে ছেড়ে দেয়।