মাটিরাঙ্গায় সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক জুম্ম গ্রামবাসী অপহৃত, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

হিল ভয়েস, ৪ ডিসেম্বর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় সেনা মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক নগেন্দ্র ত্রিপুরা (৬০) নামে এক জুম্ম গ্রামবাসী অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর অপহরণকারীরা নগেন্দ্র ত্রিপুরার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

গত ২ ডিসেম্বর ২০২০ দুপুরে পার্বত্য চুক্তির ২৩ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভার কথা বলে সন্ত্রাসীরা নগেন্দ্র ত্রিপরাকে ডেকে এনে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অপহৃত নগেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেহদন্ত পাড়ার বাসিন্দা এবং তার পিতার নাম মৃত সূর্য কুমার ত্রিপরা। তিনি পেশায় একজন স্থানীয় ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা ফোনে প্রথমে দুপুর ১২:০০ টার দিকে নগেন্দ্র ত্রিপুরাকে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার কথা বলে মাটিরাঙ্গা বাজারে আসতে বলে। এরপর নগেন্দ্র ত্রিপুরা সেখানে গেলে সন্ত্রাসীরা তাকে আবার গুইমারার জালিয়াপাড়ায় যেতে বলে। তাদের কথামত নগেন্দ্র ত্রিপুরা জালিয়াপাড়ায় গেলে সলেন চাকমার নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর সন্ত্রাসীরা ফোনে নগেন্দ্র ত্রিপুরার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তবে, পরের দিন ৩ ডিসেম্বর ২০২০ সন্ত্রাসীরা আবার নগেন্দ্র ত্রিপুরার পরিবারের লোকজনকে ফোন করে ১০ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত নগেন্দ্র ত্রিপুরার মুক্তি পাওয়ার খবর পাওয়া যায়নি।

More From Author