হিল ভয়েস, ১৮ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় সেনাবাহিনী কর্তৃক ৪ নিরীহ জুম্মকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আটকের পর তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৭ ডিসেম্বর ২০২০ সন্ধ্যা আনুমানিক ৬:০০ টার দিকে ফারুয়া ইউনিয়নের আলিখ্যং ও তক্তানালা সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য তক্তানালা গ্রাম থেকে এই ৪ জুম্মকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন- (১) শুক্র কুমার তঞ্চঙ্গ্যা (৩০) পীং- অক্যাং তঞ্চঙ্গ্যা; (২) ইমন ত্রিপুরা (২৮), পীং- বাচ্চো ত্রিপুরা; (৩) দীপজল তঞ্চঙ্গ্যা (১৯), পীং- অনন্ত তঞ্চঙ্গ্যা ও (৪) অনন্ত তঞ্চঙ্গ্যা(৪৩), পীং- অজ্ঞাত।
আটককৃত ব্যক্তিরা সবাই জুমচাষী বলে জানা গেছে। সেনাবাহিনীর সদস্যরা কেন তাদেরকে আটক করেছে তা জানা যায়নি।
জানা গেছে, সেনা সদস্যদের কাছে ১৫ জনের একটি তালিকা রয়েছে। সেই তালিকা নিয়ে আটককৃতদের প্রথমে বিলাইছড়ি সেনা জোনে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের সেখান থেকে বিভিন্ন এলাকায় নিয়ে ঘুরানো হচ্ছে।