হিল ভয়েস, ২৮ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে সেনাবাহিনী কর্তৃক আটক এবং আটকের পর শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
সেনাবাহিনীর ক্রসফায়ারে মারার হুমকি শুনে আটককৃত এক ব্যক্তি ভয়ে সেনা হেফাজত থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৭ ডিসেম্বর ২০২০ বিকাল আনুমানিক ৫:৩০ টার দিকে বিলাইছড়ি সেনা জোন এর সেকন্ড-ইন-কম্যান্ড (টুআইসি) মেজর আখেল আহমেদ ও গাছকাবাছড়া সেনা ক্যাম্প এর কম্যান্ডার সুবেদার শামসু এর নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি সেনাদল কেংড়াছড়ি ইউনিয়নের পিক্যাছড়ি গ্রামে টহল অভিযান পরিচালনা করে। এসময় সেনা সদস্যরা দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করে।
আটককৃত দুই গ্রামবাসী হল- (১) সুনীতি চাকমা (২৯), পিতা-ধন লাল চাকমা এবং (২) গনেশ্বর চাকমা (৫০), পিতা-মৃত নীলাম্বর চাকমা। আটকের পর সেনা সদস্যরা উক্ত দুই জুম্ম গ্রামবাসীর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।
জানা গেছে, আটকের পর উক্ত দুই জুম্মকে বিলাইছড়ি সেনা জোনে নিয়ে যাওয়া হয়। সেখানে এক পর্যায়ে মেজর আখেল আহমেদ উচ্চ পর্যায়ের কোনো এক কর্মকর্তাকে ফোনে বলেন, ‘জেএসএস এর দুই জন লোক ধরেছি, তাদের ক্রসফায়ারে দেবো কিনা।’ একথা শুনে আটককৃত সুনীতি চাকমা ক্রসফায়ারে খুন হওয়ার ভয়ে সুযোগ বুঝে রাত ১১:০০ টার দিকে সেনা জোন থেকে পালিয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপর আটককৃত গনেশ্বর চাকমা এখনও বিলাইছড়ি সেনা জোনে আটক রয়েছে বলে জানা গেছে।