হিল ভয়েস, ১৪ ডিসেম্বর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের বুরবো পাড়ায় আবারো ৯ জন নিরীহ জুম্মকে সেনাবাহিনী কর্তৃক শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১২ ডিসেম্বর ২০২০) বিকাল ৪:০০ টার দিকে দীঘিনালা জোন থেকে একদল সেনাসদস্য সন্ত্রাসী খোঁজার নামে বুরবো পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা বেছে বেছে খেটে খাওয়া নিরীহ ৯ জুম্ম গ্রামবাসীকে নির্যাতন ও হয়রানি করে।
নির্যাতন ও হয়রানির শিকার হওয়া ৯ জুম্ম হলেন- ১. প্রেমাস চাকমা, ২. সুমির চাকমা, ৩. নিশি চন্দ্র চাকমা, ৪. জ্ঞান চাকমা, ৫. অমর বিকাশ চাকমা, ৬. তপন জ্যোতি চাকমা, ৭. বিরিশুদ্ধ চাকমা, ৮. বান্দারা চাকমা ও ৯.বাঙালে চাকমা।
একই দিন সকাল ১০টার সময় মাঝি চাকমা নামে অপর এক জুম্ম সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন।
উল্লেখ্য যে, গত ১১ ডিসেম্বর থেকে দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এলাকার ধীরেন পাড়া হতে বুররো পাড়া, ধনপাতা, উল্টাছড়ি, দজর এলাকায় সেনা সদস্যরা তল্লাসী অভিযান পরিচালনা করে আসছে।
আজ সোমবার উক্ত সেনা সদস্যরা স্ব স্ব ক্যাম্পে ফিরে আসার পর দীঘিনালা বাবুছড়া ক্যাম্প থেকে আবারো ৫০/৬০ জন সেনা সদস্য ধনপাড়া দোর, ধনপাড়া বিজ্যাছড়া ও উল্টাছড়ি দোর এলাকায় অপারেশন শুরু করে।
অপরদিকে পানছড়ি উপজেলার হরসিরং পাড়ায়ও ২/৩ দিন ধরে একদল সেনাসদস্য টহল প্রদান করছে বলে জানা গেছে।