হিল ভয়েস, ১৮ নভেম্বর ২০২০, ঢাকা: বাণিজ্যিক উন্নয়নের নামে বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর ভূমি জবর দখল ও বসতি উচ্ছেদ বন্ধের দাবিতে ‘প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ’এর উদ্যোগে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ নভেম্বর ২০২০ সকাল ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তার সদস্য সারোয়ার তুষার, পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের উপদেষ্টা শমসের আলী, পরিবেশবাদী আন্দোলনের নেতা আনোয়ার হোসেন ও হিল উইমেন্স ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দা ম্রোরা যেখানে পর্যটন চাচ্ছে না সেখানে জোর করে সেনাবাহিনী ও সিকদার গ্রুপ পর্যটন ও হোটেল ম্যারিয়ট তৈরির কাজ শুরু করেছে, যা সম্পূর্ণ বেআইনি ও ম্রো আদিবাসীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। যে জায়গায় একটা ভালো স্কুল নেই, লেখা-পড়া করার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই সেখানে এই হোটেল-পর্যটন কাদের জন্য? কার স্বার্থে? মূলত স্থানীয়দের এখানে ক্ষতি ছাড়া লাভ বলতে কিছুই নেই। লাভ হবে সেই সেনাবাহিনী ও সিকদার গ্রুপের।
বক্তারা আরো বলেন, এর আগেও সাজেকসহ বহু জায়গায় পর্যটন স্থাপন ও উন্নয়নের নাম দিয়ে দখল করা হয়েছে। কিন্তু উল্টো স্থানীয়রা উদ্বাস্তু হয়ে পাড়ি জমিয়েছে অন্য জায়গায়। তাই অনতিবিলম্বে চিম্বুকের বুকে ফাইভ স্টার হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণের প্রকল্প বন্ধ করতে হবে।