হিল ভয়েস, ১০ অক্টোবর ২০২০, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর ইউনিয়নের জয়মোহন পাড়া থেকে দুই জুম্মকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সেনাবাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া ঐ দুই জুম্ম হলেন- ইন্দ্রমোহন চাকমা (৩২), পীং-গুরুল চাকমা ও নরম্যা চাকমা (২৮), পীং- লালন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর ২০২০ রাত ৯.০০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য একটি গাড়িতে করে এসে জয়মোহন পাড়া গ্রামের স্ব স্ব বাড়ি থেকে এই দুই জুম্মকে তুলে নিয়ে যায়। এসময় সেনা সদস্যদের সাথে দুজন মুখোশ পরিহিত লোক ছিল বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, গতকাল ৯ অক্টোবর ২০২০ বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাবুখই মারমা এবং পার্শ্ববর্তী কুহালং ইউপির চেয়ারম্যান সানুপ্রু মারমাসহ আটককৃতদের পিতাগণ বান্দরবান সেনা ব্রিগেড অফিসে গিয়ে ভুক্তভোগী ব্যক্তিদের খোঁজ নিলে ব্রিগেডের সেনা সদস্যরা এ ব্যাপারে জানার কথা অস্বীকার করেন।
আজ ১০ অক্টোবর ২০২০ উক্ত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ব্রিগেড কম্যান্ডারের সাথে দেখা করার চেষ্টা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২০ রাত আনুমানিক ১০:৩০ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থেকে উ থোয়াই অই মারমা (৫৪) নামের এক জুম্মকে তুলে নিয়ে যায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী এখনও ঐ ব্যক্তিকে ছেড়ে দেয়নি, এমনকি পুলিশের নিকটও হস্তান্তর করেনি।
গত ৩ অক্টোবর ২০২০ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাধীন লিরাঘই সেনা ক্যাম্পের সেনাবাহিনী কর্তৃক উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের চহ্লা পাড়ার বাসিন্দা উক্যমং মারমা (৪৬) পীং-মংপ্রুচাই মারমাকে তার বাড়ি থেকে সেনাবাহিনী সদস্যরা ধরে ক্যাম্পে নিয়ে যায়ে। তবে থাকে পরে ছেড়ে দিয়েছে বলে জানা যায়।