হিলভয়েস, ২১ অক্টোবর ২০২০, ফরিদপুর: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার একটি মন্ডপের প্রতিমা ভাঙচুরের দায়ে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- একই এলাকার নয়ন শেখ (২২) ও রাজুমৃধা (১৭)।
স্থানীয়রা জানান, এলাকাবাসী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া কর্মকারপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে প্রতিবছর টিনের বেড়া দিয়ে একটি অস্থায়ী মণ্ডপ নির্মাণ করে দুর্গাপূজার আয়োজন করে। এবারও পূজা আয়োজনের সব প্রস্তুতি শেষ করে রেখেছে। কিন্তু মঙ্গলবার রাতে মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা রাতের খাবার খেতে গেলে এই সুযোগে স্থানীয় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই মণ্ডপে ঢুকে দুর্গা ও সরস্বতী প্রতিমার মাথা, হাত-পা ভেঙে ফেলে চলে যায়।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় পূজামন্ডপের সাধারণ সম্পাদক মৃণালকর্মকার অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত সন্দেহে নয়ন শেখ ও রাজু মৃধা নামে দুই তরুণকে গ্রেফতার করেছে।
এদিকে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ, মধুখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ উপজেলা পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ মন্ডল জানান, এ ব্যাপাওে প্রয়োজনীয় কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার আলিমুজ্জামানকে জানানো হয়েছে।