হিল ভয়েস, ২৭ অক্টোবর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গীর দূর্গামনি(শনখোলা) পাড়ায় স্থানীয় এক ক্যাম্পের বিজিবি সদস্যদের কর্তৃক জোরপূর্বক এক আদিবাসী জুম্ম গ্রামবাসীর ভূমি বেদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ২৭ অক্টোবর ২০২০ সকাল আনুমানিক ৮:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উক্ত জমিতে চাষাবাদ করে থাকেন জমির মালিক রাঙা চাকমা (৩৫), পিতা- মৃত সামান্যা চাকমা। জমিটি রাঙা চাকমার দাদু মৃত ভঙ্গা চাকমার নামে রেকর্ডভুক্ত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮:৩০ টার দিকে ২নং চেঙ্গী ইউনিয়নের শনখোলা পাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার তাহের এর নেতৃত্বে ১০-১২ জনের একদল বিজিবি সদস্য হঠাৎ এসে রাঙা চাকমার জমিতে রাস্তা তৈরি করতে শুরু করে। এসময় রাঙা চাকমার পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী গ্রামবাসীরা এসে বিজিবি সদস্যদের বাধা দেয় এবং প্রতিবাদ করে।
এসময় গ্রামবাসীদের সাথে বিজিবি সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা উত্তেজিত হয়ে গ্রামবাসীদের প্রতিবাদে অংশ নেওয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুপম চাকমার (২৬) গলা চেপে ধরে এবং অনুপম চাকমাসহ অন্যান্যদের ‘উগ্রপন্থী’ সাজিয়ে মামলায় জড়িত করে জেলে পাঠানো হবে বলে হুমকি প্রদান করে।
এমনকি বিজিবি সদস্যরা আগামীকাল হতে উক্ত জায়গায় গ্রামবাসীদের এসে বিনা পারিশ্রমিকে রাস্তা নির্মাণের কাজ করে দিতে হবে বলেও হুমকি প্রদান করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এধরনের অরাজকতাপূর্ণ কর্মকাণ্ডে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।