হিল ভয়েস, ১ অক্টোবর ২০২০, রাজশাহী: রাজশাহীর তানোরের মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি এবং জড়িতদের বিচারের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ আজ ১ অক্টোবর ২০২০ তারিখে সকাল ১১.০০টায় রাজশাহী সাহেব বাজারের রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূূচি পালন করে।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহাজাহান আলি বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক রিদম শাহরিয়ার।
মানববন্ধনে বক্তারা গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন আটকে রেখে মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে আটক রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে মুন্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমেল মার্ডিকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান। কারণ কামেল মার্ডির প্রত্যক্ষ সহযোগীতায় ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। তিনি সালিশ করে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। বক্তারা ভুক্তভোগী আদিবাসী কিশোরীর এবং তার পরিবারের নিরাপত্তারও দাবি জানান।