হিল ভয়েস, ৭ সেপ্টেম্বর ২০২০, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ভূমিদস্যুদের হামলায় নির্মল রায় (৪০) ও তার মামা সুনিল হাঁসদার (৩৬) নামের দুই আদিবাসী কৃষক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ০২ সেপ্টেম্বর ২০২০ বুধবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার এ হামলার ঘটনা ঘটে।
হামলায় মামা সুনিল হাসদা ও নির্মল রায় আহত হন। তবে নির্মল রায়ের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে সুনিল হাসদার প্রায় সাত বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও চলছে। এরই মধ্যে বুধবার শিয়াল মোড়ে সুনিল হাঁসদা ও নির্মল রায়কে পেয়ে আসামিরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লোহার রড, হাঁসুয়া, পাসলি এবং বাঁশের লাঠি নিয়ে আক্রমণ করেন। এ হামলায় নির্মলের দুই পা এবং একটি হাত ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
হামলাকারীরা চলে যাওয়ার পর নির্মল ও সুনিল হাসদাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে নির্মলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সুনিল হাঁসদা জানিয়েছেন, তার ভাগ্নের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
এ ঘটনায় গত শনিবার গোদাগাড়ী থানায় একটি মামলা করেছেন সুনিল হাঁসদা। মামলার আসামিরা হলেন- শিয়ালা গ্রামের গাইরুল ইসলামের ছেলে আল-আমিন (৩০) ও মো. মিকাইল (২৫); আবুল কালামের ছেলে মো. হিমেল (২৫), মৃত জসিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০), আইয়ুব আলীর ছেলে মো. জাগু (৪৫), বসন্তপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে কালাম (৬৫), অলিদ (৪৫), ডাবলু (৩০), হেলাল (২৮) এবং ভেজালী (২৫)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নির্মল রায়ের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।