হিল ভয়েস, ১১ সেপ্টেম্বর ২০২০, রাজশাহী: রাজশাহীতে ভুল চিকিৎসায় এক সাঁওতাল শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নগরীর লক্ষ্মীপুর এলাকায় পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে সাড়ে তিন মাস বয়সী ওই শিশু মারা যায় বলে অভিযোগ তার স্বজনদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
খবর নিয়ে জানা যায়, নিউমোনিয়ার কারণে গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে বাবা ও মা মিলে শিশুটিকে পপুলার ডায়াগনিষ্টক সেন্টারে নিয়ে যাওয়া হয়। অনেক দৌড়ঝাপ চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে ডা. বেলাল হোসেনের সাথে দেখা করার সিরিয়াল পান। করোনার কারণে এসময় ডা. বেলাল হোসেন বাসায় বসে অনলাইনে রোগী দেখছিলেন।
তিনি তারা সহকারীকে শিশুটিকে নেবুলাইজার দিতে বলেন। এরপর এক্স-রে করাতে বলেন। কিন্তু নেবুলাইজার দেয়ার পরই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তড়িঘড়ি করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর শিশু মারা যায়।
তার মৃত্যুর পর স্বজনরা শিশুর লাশ নিয়ে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে অবস্থান নেন। শিশুর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে তারা বিচার দাবি করেন।
রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করছিলেন। পরে আমরা বললাম, আইনগত ব্যবস্থা নিন। আমরা লাশ নিয়ে ময়নাতদন্ত করব। কিন্তু তারা আর ময়নাতদন্ত করতে রাজি হলেন না। ময়নাতদন্ত না করার জন্য তারা থানায় অভিযোগ না করেই লাশ নিয়ে যান।
ডা. বেলাল হোসেন বলেন, নিউমোনিয়ার কারণে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল। তাই নেবুলাইজার দেয়া হয়েছে। এটি দেখেই স্বজনরা বলছেন, গ্যাস দিয়ে শিশুকে মেরে ফেলা হয়েছে। কিন্তু বিষয়টা সঠিক নয়। হাজার হাজার শিশু নেবুলাইজার নেয়। এটি ভুল চিকিৎসা হয়নি।