হিল ভয়েস, ৮ সেপ্টেম্বর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় এক জুম্ম কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার চার অভিযুক্ত আসামীর মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ। তবে অভিযুক্ত অজ্ঞাতনামা আরো ২ জন আসামী পলাতক রয়েছে।
আটকৃতরা হলেন মহালছড়ির নতুন পাড়ার আলীম উদ্দিনের ছেলে মো: আল-আমিন (২৭), মোহাম্মদপুরের বাসিন্দা মো: আব্দুর রহিমের ছেলে মো: আব্দুল কাদের (২৮)।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মহালছড়ি থানার পুলিশ আজ ৮ সেপ্টেম্বর ২০২০ সকালে অভিযান চালিয়ে প্রধান আসামী আল আমিন (২৭)-কে চট্টগ্রামের সীতাকুন্ড কদম রসূল এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মহালছড়ি থানা এলাকা থেকে আব্দুল কাদের (২৮)-কে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ২০২০ আল আমিন ও অজ্ঞাতনামা ৩ জনসহ ৪ জন মিলে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ূয়া এক মারমা কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচিক হওয়ার ৭ দিন পর ভিকটিম এর পিতা বাদী হয়ে গতকাল ৭ সেপ্টেম্বও ২০২০ রাত ৭:০০টায় মহালছড়ি থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় নতুন পাড়া গ্রামের বাসিন্দা আলীম উদ্দিন এর ছেলে আল আমিন(২৭)এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মহালছড়ি থানার ওসি মো: জাহাঙ্গীর বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আল আমিনকে চট্টগ্রামের সীতাকুন্ড কদম রসূল এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মহালছড়ি থানা এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করা হয় বলে তিনি জানান।