মধুপুরে গারো আদিবাসী কৃষকের কলা বাগান নিধন করায় কাপেং ফাউন্ডেশনের নিন্দা

হিল ভয়েস, ১৬ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: আজ ১৬ সেপ্টেম্বর দুপুরের দিকে কাপেং ফাউন্ডেশনের (কে এফ) নির্বাহী পরিচালক পল্লব চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর ২০২০ সকাল পৌনে দশটায় টাঙ্গাইল জেলার মধুপুর শালবনে বনবিভাগ কর্তৃক পেগামারী গ্রামে কোনরকম মৌখিক বা লিখিত নোটিশ ছাড়া কান্ডজ্ঞানহীনভাবে গারো আদিবাসী কৃষক বাসন্তী রেমা ও গেটিস যেত্রার লক্ষ টাকার আবাদী ফসল কলা বাগান জোরপূর্বকভাবে কেটে ফেলা হয়।

বাসন্তী রেমা ও গেটিস যেত্রা যুগ যুগ ধরে বংশপরম্পরায় এই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছে। কলাবাগান কেটে ফেলার কারনে বাসন্তী রেমা ও গেটিস যেত্রার পরিবার আজ দূর্বিষহ জীবনের পথে।

বনবিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদার, রেঞ্জার আব্দুল আহাদ ও স্থানীয় ক্ষমতাসীন নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে এ জঘন্যতম ঘটনাটি এক চরম মানবাধিকার লংঘনের সামিল।  দীর্ঘদিনের আবাদী জমিতে বিনা নোটিশে রিজার্ভ ফরেস্টের নামে ফসল নিধন কর্মসূচী মধুপুরগড় অঞ্চলে আদিবাসী উচ্ছেদের এক গভীর ষড়যনন্ত্রের অংশ ।

এছাড়াও বিবৃতিতে কাপেং ফাউন্ডেশন উদ্বেগ ও নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে ক্ষতিগ্রস্ত চাষিকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে আদিবাসীদের বিরুদ্ধে এরকম ন্যাক্কারজনক ঘটনা বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে।

More From Author