হিল ভয়েস, ১৫ সেপ্টেম্বর ২০২০ খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় মো: নাজমুল হাসান (২৩) নামের এক পুলিশ সদস্য কর্তৃক এক জুম্ম স্কুল ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২০ সকালে দীঘিনালা থানা পুলিশ ধর্ষক মো: নাজমুল হাসানকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ২০২০ বিকালের দিকে পুলিশ সদস্য মো: নাজমুল হাসান দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ভৈরফা জনজাগরণ বৌদ্ধ বিহারের পার্শ্ববর্তী এক জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে স্থানীয় এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক চাকমা ছাত্রীকে ধর্ষণ করে। স্থানীয় জনগণ ঘটনাটি টের পেয়ে ঐ স্থান ঘিরে ফেলে এবং নাজমুল হাসানকে হাতেনাতে আটক করে।
এরপর স্থানীয় জনগণ আটককৃত নাজমুল হাসানকে অটলটিলা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সন্তোষ কুমার মজুমদারের কাছে সোপর্দ করা হয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব নিজে গিয়ে নাজমুল হাসানকে থানায় নিয়ে যান।
ঐ দিনই ভিকটিম ছাত্রীর পিতা বাদী হয়ে দীঘিনালা থানায় নাজমুল হাসানকে আসামী করে একটি মামলা দায়ের করেন। দীঘিনালা থানার মামলা নং-০১, তারিখ-১৪/০৯/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ৯(১)।
জানা গেছে, উক্ত মামলায় নাজমুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ (১৫ সেপ্টেম্বর) পুলিশী হেফাজতে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নিকট পাঠানো হয়েছে।