হিল ভয়েস, ৯ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙামাটির নানিয়াচর উপজেলাধীন ঘিলাছড়ি এলাকায় সেনা-মদদপুষ্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ) ও সংস্কারপন্থীদের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক জুম্ম চা দোকানদার নিহত হয়েছে। নিহতের নাম সুরেশ কুমার চাকমা(৪৫)। সে ঘিলাছড়ির শিকল্যা পাড়া এলাকার বাসিন্দা।
গতকাল ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার দিবাগত রাত দশটার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়িস্থ রাবার বাগান এলাকায় এই হত্যাকান্ড সংঘঠিত হয়।
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সাযোগে সেনা-মদদপুষ্ট গণতান্ত্রিক (ইউপিডিএফ) ও সংস্কারপন্থীদের সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল সুরেশ চাকমার চায়ের দোকানের সামনে এসে তাকে গুলি করে।
পরে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ী শিকল্যা পাড়ায় নিয়ে যায়।
এলাকার আরেকটি সূত্র জানায়, গত কয়েক সাপ্তাহ ধরে ঘিলাছড়িতে সংস্কারপন্থী ও গণতান্ত্রিক (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীরা জনসাধারণের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ার কারণে সুরেশ চাকমাকে হত্যা করে থাকতে পারে স্থানীয়রা জানিয়েছে।
নানিয়াচর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন জানান, তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ঘটনার সত্যতা পেয়েছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।