হিল ভয়েস, ২১ সেপ্টেম্বর ২০২০, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মণিপুরী সম্প্রদায়ের এক নারীর উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের বাসিন্দা উমেদ মিয়া (৫০) মনিপুরী আদিবাসী নারী চাউবিহান দেবীকে (৬০) ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে ক্ষেতের সবজি চুরির মিথ্যা অপবাদ দিয়ে সবজি ক্ষেতে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন।
চাউবিহানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নির্যাতিতা নারীর ছেলে অপু সিংহ (৩০) বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে উমেদ মিয়া মনিপুরী আদিবাসীদের প্রাণনাশের হুমকিসহ কাটাবিল গ্রাম থেকে মনিপুরী সম্প্রদায়কে বিতাড়িত করার হুমকি দিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
স্থানীয় আদিবাসী ও নির্যাতিতা নারীর ছেলের অভিযোগ আমলে নিয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।