হিল ভয়েস, ১০ সেপ্টেম্বর ২০২০, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা পারিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুশরইলের আদিবাসীদের উচ্ছেদ বন্ধের দাবিতে গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন গ্রামের আদিবাসীরা।
লিখিত স্মারকলিপিতে বলা হয়, মুশরইল গ্রামে ২১ বছর ধরে আদিবাসী জনগণ বসবাস করে আসছে। রাজশাহী উত্তম মেষপালক ক্যাথিড্রালের দায়িত্বে থাকা ইতালিয়ান পিমে ফাদার পাওলো চিচেরী দরিদ্র ও সহায় সম্মবলহীন আদিবাসীদের বসবাসের জন্য এই জমি ক্রয় করে আদিবাসীদের বসতি স্থাপনে সহযোগিতা করেন। সেই থেকে এই গ্রামে ১২০টি আদিবাসী পরিবার বসবাস করে আসছে।
কিন্তু গত ১৯ আগস্ট অত্র সম্পত্তিতে একটি সাইনবোর্ড ঝুলানো হয়। তা থেকে তারা জানতে পারেন তাদের বসবাসের জায়গা দি রাজশাহী খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড ক্রয় করেছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও অত্র সম্পত্তি গ্রামবাসীকে না জানিয়ে বিক্রি করেছেন। তারপর থেকে হাউজিং সোসাইটি বারবার তাদের গ্রাম থেকে উচ্ছেদের হুমকী প্রদান করে আসছে। এতে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। বিষয়টি সুরাহা করার জন্য বিশপকে লিখিতভাবে অনুরোধ করলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ তিনি নেননি।
ফাদার পাওলো চিচেরী তাদের বসবাসের জন্য যেভাবে জমিটি ক্রয় করে তাদের দিয়েছিলেন তেমনি করে এই সম্পত্তি তাদের নামে বিনামূল্যে রেজিষ্ট্রি করে দেয়ার জন্য তারা দাবী করেছেন। আর এই ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন।
স্মারকলিপি প্রদানের সময় মুশরইল গ্রামের রতন বিশ্বাস, এডওয়ার্ড মারান্ডী, মিলটন বিশ্বস, ধীরেন বিশ্বাস ও শংকর কিস্কুসহ অন্যান্য গ্রামবাসী উপস্থিত ছিলেন।