হিল ভয়েস,১৩ আগস্ট ২০২০, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টা ও মারপিটের ঘটনায় তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) উপজেলার গোগ্রাম ইউনিয়নের ইটাহারি গ্রামে এক আদিবাসী নারীকে জহুরুল ইসলাম(৪৫) নামে এক ব্যাক্তি ধর্ষণের চেষ্টা করে। পরে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে হাতে নাতে ধোলাই দিয়ে আটকে রাখে। এরপর জহুরুল ইসলামের জাব্বার(২২) দলবল নিয়ে আদিবাসীদের ওপর হামলা চালিয়ে জহুরুল ইসলামকে ছিনিয়ে যায়। এতে রিতা রানী মুরারী(২০) মতিলাল মুরারীকে (২২) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী গোদাগাড়ী মডেল থানায় পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করে।
পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ইটহারী গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল জাব্বার,জালারউদ্দীনের ছেলে সেন্টু(৪০) পাহাড়পুর গ্রামের আনিকুল(২৪)কে আটক করে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত তিন জনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, মামলার অপর দুই আসামী জহুরুল ইসলাম ও মইনুদ্দীন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।