দীঘিনালার বাবুছড়ায় সেনা-সমর্থিত সন্ত্রাসীদের আস্তানায় গোলাগুলিতে নিহত ১, আহত ১

হিল ভয়েস, ১৫ আগস্ট ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার এলাকায় বাঙালি সেটলারদের গুচ্ছগ্রামে সেনা মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীদের আস্তানায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এতে সন্ত্রাসীদের আশ্রয়দাতা আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) নিহত হয়েছে এবং তার ছেলে মো: আহাদ (১০) আহত হয়েছে বলে জানা গেছে।

আজ ১৫ আগস্ট ২০২০ দিবাগত রাত আনুমানিক ১:৩০ টার দিকে সন্ত্রাসীদের আস্তানা বাবুছড়া সেটেলার গুচ্ছগ্রামের আব্দুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের নিজেদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বে বা কোন কারণে এ গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় এলাকাবাসী ধারণা করছেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০২০ রাতের অন্ধকারে সেনাবাহিনী সামনে পেছনে তাদের গাড়ির কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে একদল সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীকে দীঘিনালা উপজেলা সদর থেকে বাবুছড়া সেটেলার গুচ্ছগ্রামে নিয়ে যায়। সেখানে সেটেলার আব্দুল মালেকের বাড়িতে সন্ত্রাসীদের আস্তানা গড়ে তোলা হয়।

সন্ত্রাসীদের এই আস্তানা থেকে বাবুছড়া সেনা ক্যাম্পের দূরত্ব বড়জোর ৫০০ গজ। অপরদিকে ২০০ গজের মধ্যে রয়েছে বাবুছড়া সেনা ক্যাম্পের একটি চেকপোষ্ট।

এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাসীরা আব্দুল মালেকের বাড়িতে আস্তানা বানিয়ে সেখান থেকে এলাকায় খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিলেও প্রশাসন কিংবা সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না।

গোলাগুলির বিষয়ে এলাকাবাসীরা বলেন, ঘটনাটি যেখানে বা যার বাড়িতে ঘটেছে সেটা বাবুছড়া সেনা ক্যাম্প ও চেকপোষ্টের একবারেই পাশে। বাইরে থেকে কেউ গিয়ে সেখানে গুলি করার কোন সুযোগ নেই। হয়তো সেখানে আস্তানা বানিয়ে যে সশস্ত্র গ্রুপটি রয়েছে তাদের নিজেদের মধ্যে কোন কারণে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

More From Author