হিল ভয়েস, ১৫ আগস্ট ২০২০, রাঙ্গামাটি: সম্প্রতি সেনা-সমর্থিত সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া থেকে আটক বীরজিৎ চাকমাকে আজ রাঙ্গামাটি সেনা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিনা অপরাধে বেআইনীভাবে প্রায় ৮দিন আটক রাখার পর বীরজিৎ চাকমাকে ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, আজ (১৫ আগস্ট ২০২০) দুপুর আনুমানিক ১২:০০ টার দিকে ব্রিগেডের সেনা কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে ১১৮ নং ধনপাতা মৌজার হেডম্যান রূপায়ন চাকমা, বীরজিৎ চাকমার পিতা সবিনল চাকমা, নির্মল চাকমা ও ময়ুরীবালা চাকমা’র জামিনে বীরজিৎ চাকমাকে ছেড়ে দেয়।
জনৈক সেনা কম্যান্ডার কর্তৃক বীরজিৎ চাকমার উপর আরোপিত শর্তসমূহ হলÑ১. কোন বৌদ্ধ বিহারে গিয়ে কিছুদিনের জন্য প্রবজ্যা গ্রহণ করা, ২. কোন প্রকার মোবাইল ফোন ব্যবহার না করা ও ৩. অহেতুক ঘোরাফেরা না করা।
উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০২০ সন্ধ্যা ৭:০০ টায় সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলার সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় স্থাপিত তাদের চেকপোস্ট থেকে কাঠ মিস্ত্রি বীরজিৎ চাকমা (২৬), পীং-সবিনল চাকমা-কে আটক করে। বিরজিৎ চাকমা এসময় পার্শ্ববর্তী ধনপাতা গ্রামে তার কাঠ মিস্ত্রির কাজ শেষে ট্রলার বোটে করে অন্যান্য যাত্রীদের সাথে তার গ্রাম পানছড়িতে ফিরছিল।
সন্ত্রাসীরা এসময় বীরজিৎ চাকমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে আটক করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে রাত আনুমানিক ১০:০০ টার দিকে সন্ত্রাসীদের একটি দল আটককৃত বীরজিৎ চাকমাকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী গবঘোনা সেনা ক্যাম্পের সেনাবাহিনীর নিকট হস্তান্তর করে।
পরে আটককৃত ব্যক্তির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর সদস্যরা সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিকরা ছেড়ে দিতে বললে তারা বীরজিৎ চাকমাকে ছেড়ে দেবে বলে জানায়।