হিল ভয়েস, ২৫ আগস্ট ২০২০: ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস্)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সি আর দত্ত বীর উত্তম আজ আর আমাদের মাঝে নেই।
বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে ৯৩ বছর বয়সে আজ বাংলাদেশ সময় সকাল ৯.৩০টায় তিনি আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র-কন্যারা সবাই আমেরিকা প্রবাসী।
বর্ণাঢ্য জীবনের অধিকারী মেজর জেনারেল দত্তের জন্ম ভারতের শিলং-এ। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের হবিগঞ্জে তাঁর নিজ বাড়ীতে ফিরে আসেন এবং সেখানকার স্কুল থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
কলেজ জীবনের সূচনায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে পার্বত্য চট্টগ্রামের আসালং মৌজা ভারতীয় সেনারা দখল করলে তাঁর বিরুদ্ধে কোম্পানী কমান্ডার হিসেবে তাঁর-ই অধিনায়কত্বে পাকিস্তানি সেনারা আসালং মৌজা পুণদখল করেন। আসালং যুদ্ধে জেনারেল দত্তের বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্যে তাঁকে সামরিক পদক প্রদান করা হয়।
১৯৭১-এর মুক্তিযুদ্ধের সূচনায় তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে গৌরবোজ্জল ভূমিকা পালন করায় বাংলাদেশ সরকার তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। দেশ স্বাধীন হবার পর তাঁকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে রংপুরের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালনে প্রেরণ করা হয়।
১৯৭৩ সালে তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালপ্ত বাংলাদেশ রাইফেলস্)-র প্রতিষ্ঠাতা মহাপরিচালক হিসেবে সীমান্ত রক্ষীদের সংগঠিত করেন। জেনারেল দত্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
অবসর গ্রহণের পর তিনি সেক্টর কমান্ডারস্ ফোরামের আমৃত্যু ভাইস-চেয়ারম্যান ও ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জেনারেল দত্তের শেষ ইচ্ছানুযায়ী তাঁর মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে আজ ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট দিপংকর ঘোষের বিবৃতিতে জানানো হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অপর দুই সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার ও হিউবার্ট গমেজ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক শোক বিবৃতিতে বলেছেন, জেনারেল দত্তের মৃত্যুতে দেশ ও জাতি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের একজন নির্ভীক অভিবাবক-কে হারালো। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
জেনারেল দত্তের বিদেহী আত্মার সদ্গতি কামনার্থে আজ সন্ধ্যায় ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং দেশের সকল মঠ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে।