হিল ভয়েস, ৫ আগস্ট ২০২০, ঢাকা: আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট এলে এই দিনটিকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে ও বিভিন্ন সংগঠন নানা ধরনের উদ্যোগে গ্রহণ করে থাকেন। কিন্তু এবারে প্রাণঘাতি কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের আদিবাসী দিবসের সকল পর্যায়ের কর্মসূচী ভার্চুয়াল বা অনলাইনে উদযাপনে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন।
অন্যান্যদের মতো ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ সামনে রেখে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনও অনলাইন ভিত্তিক বেশ কিছু অনলাইন অনুষ্ঠানসূচী হাতে নিয়েছে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে ৮ আগস্ট ২০২০ শনিবার রাত ৮টায় বিভিন্ন ভাষার কবিতার অনুবাদ ও আবৃত্তি অনুষ্ঠান।
সোহেল হাজং এর সঞ্চালনায় আবৃত্তি ও আলোচনায় থাকবেন আবৃত্তি শিল্পী নিমাই মন্ডল। ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের দিনে বাংলাদেশ আদিবাসী ফোরামের মূল সুর ‘কোভিড-১৯ মহামারীতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম’ নিয়ে বিকাল ৩ টায় রয়েছে অনলাইনে আলোচনা সভা রয়েছে।
আলোচনায় অতিথি হিসেবে থাকবেন লেখক, গবেষক, চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এরপর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ বেতারের লিওয়াটানা হাজং শিল্পীদের পরিবেশনায় অনলাইন থেকে সরাসরি হাজং গানের অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
এছাড়াও বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন ও জাতীয় হাজং সংগঠনের যৌথ উদ্যোগে আদিবাসী দিবস উপলক্ষে হাজং শিক্ষার্থীদের মাঝে “হাজংদের ঐতিহ্যবাহী সংস্কৃতি” ও “হাজং জাতির উন্নয়নে যুব সমাজের ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন রয়েছে।