হিল ভয়েস, ২৫ জুলাই ২০২০, নাটোর: নাটোর জেলার তানোর উপজেলার ভূমি অফিসে ১০বছর ধরে ধর্ণা দিয়েও বসতবাড়ির মাত্র ৪ শতক খাস জমি নিজের নামে করতে পারেননি আদিবাসী মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি। এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা নাইকা মার্ডির পরিবার সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মোহাম্মদপুর আদিবাসীপাড়ার সকলের মত নাইকা মার্ডি সরকারী খাস জমির ৪ শতক জমিতে স্বাধীনতার অনেক আগে থেকেই ঘর বানিয়ে বসবাস করছেন।
বর্তমানে তার ৪ ছেলে নিয়ে তিনি ওই বসতভিটায় বসবাস করছেন। সরকারী খাস জমিতে তৈরি বাড়ির মাত্র ৪ শতক জমি নিজের নামে বন্দোবস্ত করতে গত ১০ বছর ধরে ভূমি অফিসে ধর্ণা দিয়েও নিজের নামে করতে পারেননি।
মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি বলেন, বেশ কয়েকবার ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি, কিন্তু ভূমি কর্মকর্তারা নিজের নামে দলিল করে দেননি । তিনি বলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি প্রায় ৪৯ বছর হলো। এখনো অনেক বছর ধরে বসবাস করে আসা বসতভিটাটুকু নিজের নামে রেজিষ্ট্রি করতে পারিনি।
তিনি বলেন, আমার মৃত্যুর পর সন্তানরা এই বাড়িতে থাকতে পারবে কিনা জানিনা। বেঁচে থাকতে এই বাড়িটা নিজের নামে দলিল করার জন্য চেষ্টা করে ১০ বছরেও তা পারিনি।
এবিষয়ে তানোর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব শেখ বলেন, দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধারা কেন নিজের বাড়ির জায়গাটুকু তার নিজের নামে বরাদ্দ পাবেনা?
এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর ভূমি অফিসের কর্মকর্তারা বলছেন, নাইকা মার্ডির কোন আবেদন তাদের কাছে নেই। তাই তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।