হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার না করে আহত ভিকটিমকে গ্রেফতার করলো পুলিশ

হিল ভয়েস, ৩০ জুলাই ২০২০, খাগড়াছড়ি:  খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সশস্ত্র হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করে উল্টো সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঊষা মারমাকে (২৬) পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২০ সকালে সেনা মদদপুষ্ট সংস্কারবাদী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ লক্ষীছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়ায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ওই পাড়ার বাসিন্দা কংচাইরি মারমার ছেলে ঊষা মারমা ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এরপর তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু গতকাল ২৯ জুলাই ২০২০ সকালে একদল পুলিশ হাসপাতাল থেকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। তাকে বর্তমানে মানিকছড়ি থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে তাকে কেন গ্রেফতার করা হলো তার কারণ এখনো জানা যায়নি। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে পুলিশের এমন ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুলিশের উচিত ছিল হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।

কিন্তু তারা সেটা না করে উল্টো ভিকটিমকে কেন গ্রেফতার করলো তা আমাদের বোধগাম্য হচ্ছে না। অথচ ঊষা মারমার ওপর হামলাকারী সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। এ কেমন বিচার ব্যবস্থা?

তাই তারা অবিলম্বে উষা মারমাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি করেন।

More From Author