হিল ভয়েস, ২৩ জুলাই ২০২০, সিরাজগঞ্জ সংবাদদাতা: সম্প্রতি সিরাজগঞ্জ জেলাধীন তারাশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে একদল ভূমিদস্যু কর্তৃক অবৈধভাবে স্থানীয় ক্ষিরপোতা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের শ্মশানভূমি বেদখল করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ জুলাই ২০২০ ভুক্তভোগী আদিবাসী হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উক্ত শ্মশান থেকে বেদখলকারীদের উচ্ছেদ চেয়ে ক্ষিরপোতা-ভাটারপাড়া মহাশ্মশান কমিটির সম্পাদক বাসুদেব সরকার স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পেশ করা হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, “আমরা বংশ পরম্পরায় শ্মশান ও কবরস্থান ব্যবহার করে আসছি। গ্রামের কিছু স্বার্থান্বেষী ভূমিদস্যু (১) মো: বেলাল হোসেন, পিতা-মো: আজম আলী, (২) মো: ইফসুব আলী, পিতা-মৃত ওসমান আলী, (৩) মো: দবির উদ্দিন, পিতা-মৃত জাবেদ আলী, এদের নিজেদের বাড়িঘর থাকা সত্ত্বেও অবৈধভাবে শ্মশান দখল করে নতুন করে ঘরবাড়ি তৈরি করছে এবং আমাদের শ্মশানের ক্ষতিসাধন করছে।”
আবেদনে অবৈধ দখলদারদের নির্মিত বাড়ি অপসারণ করে শ্মশান সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।