হিল ভয়েস, ২৩ জুলাই ২০২০, রাঙ্গামাটি: সম্প্রতি রাঙ্গামাটি জেলাধীন লংগদুর তিনটিল্যা এলাকায় সেনা-সমর্থিত সংস্কারপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলে আহত সন্ত্রাসী সুজয় চাকমা (২৩) কর্তৃক অবশেষে ঘটনার এক সপ্তাহ পর ষড়যন্ত্রমূলকভাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত ২২ জুলাই ২০২০ সুজয় চাকমাকে বাদী করে লংগদু থানায় দায়েরকৃত উক্ত মিথ্যা মামলায় জনসংহতি সমিতির লংগদু উপজেলার ১১ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে ষড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করা হয়।
মিথ্যা মামলায় অভিযুক্ত জনসংহতি সমিতির নেতাকর্মীরা হলেন ১। জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা (৪৮), পীং-মৃত বীরেন্দ্র লাল চাকমা; ২। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক যশো চাকমা (৪৩), পীং-মৃত ভূপতি রঞ্জন চাকমা; লংগদু থানা কমিটির সদস্য ৩। মিলন চাকমা (৪০), পীং-রঞ্জিত চাকমা; ৪। রুপেন চাকমা (৩৫), পীং-মৃত বাঁশি মোহন চাকমা; ৫। কাজল বিকাশ চাকমা (২৫), পীং-মৃত বিমল চাকমা; ৬। বাবলু মনি চাকমা (২৬), পীং-জ্ঞান চাকমা; ৭। মি: অয়ন্তিময় চাকমা (মেম্বার) (৪৮), পীং-শুক্র কুমার চাকমা; ৮। মি: অর্জন চাকমা (২৬), পীং-মূর্তিসোনা চাকমা; ৯। মি: রমেল চাকমা (২৫), পীং-অমিত চাকমা; ১০। মি: চিকোলো চাকমা, পীং-সরুশ বিকাশ চাকমা ও ১১। সপ্পো কালা চাকমা, পীং-রাজমুখী চাকমা।
উক্ত দায়েরকৃত মামলা নং-০৩, তাং-২২/০৭/২০২০, ধারা- ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৫০৬(২) দন্ডবিধি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই ২০২০ দিবাগত রাত আনুমানিক ১:০০ টায় লংগদু সদর উপজেলার তিনটিল্যা এলাকার কাঠালতলী নামক স্থানে অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ হয়ে আহত হন সেনা-সমর্থিত সংস্কারপন্থী সদস্য সুজয় চাকমা।
জানা গেছে, সংস্কারপন্থী গ্রুপের সন্ত্রাসী দুই সদস্য বাবলুমনি চাকমা (২৮) ও কমল বিকাশ চাকমা (১৯) একসঙ্গে থাকা সুজয় চাকমাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।
অপরদিকে প্রায় বছরখানেক আগে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি থেকে সন্ত্রাসী সংস্কারপন্থী দলটি লংগদু সদরে অবস্থান গ্রহণ করার পরপরই জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক মনিশংকর চাকমাসহ অন্যান্য সদস্যরা লংগদু ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।