হিল ভয়েস, ১২ জুলাই ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের গঁইয়া পাড়া ও কালাপানি গ্রাম থেকে সেনাবাহিনী কর্তৃক তিন গ্রামবাসীকেগ্রেফতারের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গতকাল ১১ জুলাই ২০২০ শনিবার মধ্যরাতে ২টি একনালা বন্দুক ও চাঁদা আদায়ের রশিদ বই গুঁজে দিয়ে উক্ত তিনজন ব্যক্তি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গঁইয়া পাড়ার বাসিন্দা মন কুমার চাকমার ছেলে নরম্যা চাকমা (৪২) ও উবিখ্যা চাকমার ছেলে মিলন ধন চাকমা (৩৫) এবং কালাপানি গ্রামের বাসিন্দা অসীম চাকমার ছেলে ইন্দ্র চাকমা (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাত আনুমানিক ১২টার সময় সিন্দুকছড়ি জোন ও বাটনাতলী সাবজোন থেকে ৭টি গাড়ি যোগে সেনাবাহিনীর একদল সদস্য গঁইয়া পাড়া ও কালাপানি গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রাম ঘেরাও করে উক্ত তিন গ্রামবাসীর বাড়ি তল্লাশি চালায় এবং পরে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
আটককৃত ব্যক্তিদের মানিকছড়ি সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তাদেরকে গ্রেফতারের পর সেনাবাহিনীর একটি দল সেখান থেকে চলে গেলেও আজ রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও একটি সেনাদল এখনো এলাকায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।