হিল ভয়েস, ১৭ জুলাই ২০২০, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে ফলহারিয়া জ্ঞানশরণ মহারণ্যে নির্মিত বৌদ্ধ মন্দিরভাংচুর, ভান্তেকে হেনস্থা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২০ শনিবার সকাল ৮:০০টার দিকে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে একদল পুলিশ ও আওয়ামীলীগ কর্মী কোন ধরনের কথাবার্তা ছাড়া নির্মিত বৌদ্ধ মন্দিরটি ভাংচুর শুরু করেন।
এ সময় আশ্রমে থাকা ভান্তেরা বাধা দিলেও ভাংচুরকারীরা কোন কর্ণপাত করেনি। তার কিছুক্ষণ পর বিহারটির অধ্যক্ষ জ্ঞানশরণংকর ভান্তে এসে ওসি ও আওয়ামী নেতার কাছে ভাংচুরের কারণ ও ভাংচুরের সরকারী আদেশ দেখতে চাইলে তারা দেখাতে পারেননি।
উল্টো ওসি সাহেব ভান্তের সাথে তীব্র বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। ভান্তের সাথে অকথ্য ভাষায় খারাপ ব্যবহার করেন। পরবর্তীতে সব মন্দির ভেঙ্গে দেয়ার হুমকিও দেন। এ নিয়ে একটি ভিডিও রেকর্ড আছে।
ঘটনার পরে ১৪ জুলাই ২০২০ সোমবার বিহার ভাঙচুরের ঘটনাকে ধামাচাপা ও ভিন্ন খাতে প্রবাহিত করতে তথ্যমন্ত্রী মাহমুদের ভাই এরশাদ মাহমুদের নেতৃত্বে আওয়ামীলীগের প্ররোচনায় রাঙ্গুনিয়া সদর উপজেলায় ভদন্ত জ্ঞানশরণংকর থেরো বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের নেতৃত্বে রাঙ্গুনিয়ার ভেন. জ্ঞানশরণংকর থেরোর বিরুদ্ধে সম্মিলিত মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য সমাজের ব্যানারে রাঙ্গুনিয়া উপজেলার সদর ইছাখালীতে এই উদ্দেশ্য-প্রণোদিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত এধরনের সমাবেশ করা ও এ সমাবেশে বৌদ্ধ সমাজের কতিপয় ব্যক্তি অংশগ্রহণ করায় বৌদ্ধদের মাঝেচরম প্রতিক্রিয়া হয়েছে। তারপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ও রাঙ্গুনিয়ার বৌদ্ধ সম্প্রদায় আরেকটি রামু মতন ঘটনা ঘটে কিনা ভয়ে ও আতংকে আছেন।
অন্যদিকে জ্ঞানশরণংকর ভান্তের পক্ষে কথাবলায় রাঙ্গুনিয়া উপজলেয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত গত ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় একটি সাজানো মামলা করেছেন।
মামলায় আসাদ নূরের বিরুদ্ধে ইসলাম ধর্ম, মুসলমান জাতি ও বাংলাদেশ আওয়ামীলীগকে নিয়ে ফেসবুক পেইজে উস্কানীমূলক ও মর্যাদাহানিকর মন্তব্য করে রাঙ্গুনিয়া উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও অটুট অবস্থানকে কলুষিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লিপ্ত রয়েছে বলে বানোয়াট অভিযোগ আনা হয়।