ভূমিদস্যু কর্তৃক পোরশায় আদিবাসী কোলদের শ্মশানভূমি দখলীকরণের অভিযোগ

হিল ভয়েস, ২৪ জুলাই ২০২০, নওগাঁ: নওগাঁর জেলার পোরশা উপজেলার আদিবাসী কোল জাতিসত্তার শ্মশান দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার পোরশা থানায় কোল জাতিসত্তার লোকজন শ্মশান দখল চেষ্টার ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। ভূমিদস্যুরা দীর্ঘদিন থেকেই আদিবাসী কোল জাতিসত্তার শ্মশানটি দখলের হুমকি দিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পোরশা থানার গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামের কোল জাতিসত্তার ১.০৭ একর জমির একটি শ্মশান রয়েছে। সেখানে তারা দীর্ঘ দিন থেকে মৃতদেহ সৎকার করে আসছে। গতকাল (২৩ জুলাই) বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টার সময় ভূমিদস্যুরা লাঠিসোটা ও অস্ত্র নিয়ে শ্মাশানের জায়গা দখলের চেষ্টা করে।

এসময় স্থানীয় কোল জাতিসত্তার লোকজন বাধা দিলে ভূমিদস্যুরা সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে জায়গা দখল করার চেষ্টা অব্যাহত রাখে। শেষ পর্যন্ত আদিবাসীদের তীব্র বাধার মুখে ভূমিদস্যুরা পালিয়ে যায়। এসময় তারা আদিবাসীদের শ্মশানভূমি আবারো জোরপূর্বক দখল করার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় কোল জাতিসত্তার মানুষেরা চরম নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে রয়েছে।

এই ঘটনায় উক্ত গ্রামের কোল জাতিসত্তার পক্ষে ভাদুয়া হাঁসদা বাদি হয়ে ভূমিদস্যু মোঃ হারুন অর রশিদ, মোঃ ইসমাইল হোসেন, আদুল হোসেন সহ মোট ৮ জনের বিরুদ্ধে পোরশা থানায় অভিযোগ দায়ের করেছেন। কোল জাতিসত্তার লোকজন তাদের ভূমিদস্যুদের হাত থেকে শ্মশানভূমি বাঁচাতে প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন ।

More From Author