হিল ভয়েস, ৪ জুলাই ২০২০, রাঙ্গামাটি: গত ৩ জুলাই ২০২০ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ির বাসিন্দাবিদ্যাসাগর চাকমা (৩২) পিতা বীরজয় চাকমাকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা জীবতলী চেয়ারম্যান পাড়ায় ডেকেএনে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে বলে খবর পাওয়া যায়।
নিযার্তনের পর সন্ত্রাসীরা উক্ত ব্যক্তিকে জীবতলী চেয়ারম্যান পাড়ায় নির্মল চাকমার বাড়িতে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
এদিকে বিশেষ করে জীবতলী ইউনিয়ন ও মগবান ইউনিয়নের এলাকার পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় বিরাজ করছে। এখানকার সাধারণ জনগণ বর্তমানে যে আতঙ্কের মধ্যে রয়েছে।
বর্তমানে ইউপিডিএফ গণতান্ত্রিক ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা যৌথভাবে চাঁদাবাজির জন্য দুটি পোস্ট খুলেছে। একটি পোষ্ট হচ্ছে জীবতলী চেয়ারম্যান পাড়ার অধীর চাকমা বাড়ীর পার্শ্বে, দ্বিতীয়টি হচ্ছে জীবতলী চেয়ারম্যান পাড়ায় জগদীশ চাকমা বাড়ীর পার্শ্বে।
জীবতলী আনসার ক্যাম্প ও জীবতলী সেনা ক্যাম্প হতে অধীর চাকমা বাড়ীর দুরত্ব হবে আনুমানিক দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত, আর অন্যদিকে জীবতলী আনসার ক্যাম্প হতে দ্বিতীয় পোস্টটি অথাৎ জগদীশ চাকমা বাড়ীর দুরত্ব হবে আনুমানিক দুই কিলোমিটার পূর্বে অবস্থিত হলেও সেখান থেকে সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজি করে চলছে।
এদিকে আজ ০৬ জুলাই ২০২০ দুপুর আনুমানিক ১২টায় প্রথমে জীবতলী ৭-আর সেনানিবাস হতে একদল সেনা টহল দল হঠাৎ জীবতলী ইউনিয়নের পানছড়ি হাসপাতাল দোকানঘাটে আসে।
আসা মাত্রই সকল প্রকার ট্রলার (ইন্জিন চালিত বোট) ডেকে প্রত্যেক ট্রলার এবং প্রত্যেক ব্যক্তিকে চেক করে। এমনকি জীবতলী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস নিপা চাকমাও (৩২) রেহাই পায়নি।
পরক্ষণে স্থান পরির্বতন করে ২নং মগবান ইউনিয়নের নতুন বাজাব (দোগেইয়া পাড়া) নামক স্থানে গিয়ে একই কায়দায় চেক করেছে বলে খবর পাওয়া যায়।