ফুলবাড়িয়ায় ৭টি মূর্তি ভাঙচুর, একজনকে গ্রেপ্তার

হিল ভয়েস, ২০ জুন ২০২০, ময়মনসিংহএক মুসলিম তরুণ কর্তৃক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের শ্রীশ্রী হরি মন্দিরেসাতটি মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রানা মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।

জানা য়ায়, ২০ জুন ২০২০ শনিবার পুটিজানা নামাপাড়া গ্রামের শ্রীশ্রী হরি মন্দিরের পূঁজারী রেনু বালা প্রতিদিনের ন্যায় কেচি গেইট খুলে মন্দির পরিস্কার করে।

এ সময় একই গ্রামের আবুল হোসেনের কলেজ পড়ুয়া পুত্র রানা মিয়া মন্দিরের কেচি গেইট খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে এবং রাশ পূঁজার জন্য নির্মিত রাধাকৃষ্ণের ও পঞ্চতথ্য যোগল মূর্তিসহ সর্বমোট ৭টি মূর্তি ভাঙচুরের করে।

পুজারি রেনু বালা দেখে ফেলে এবং চিৎকার ও চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। স্থানীয়রা জানান, মূর্তি ভাঙচুরকারী রানা মিয়ার কিছুটা মানসিক সমস্যা রয়েছ।

সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য্য বলেন, ঘটনাটি আমি শুনেছি, ওসি ফুলবাড়ীয়াকে পাঠিয়েছি, প্রয়োজন হলে আমি যাব।

ঘটনার সত্যতা স্বীকার করে ফুলবাড়ীয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না বলেন, এ বিষয়টা নিয়ে একটু ব্যস্ত আছি, একজন গ্রেপ্তার একটু পরে সব বলব। মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: ভোরের কাগজ

More From Author