হিল ভয়েস, ২০ জুন ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি ইউনিয়নে সেনা-মদদপুষ্ট একদল ইউপিডিএফ (গণতান্ত্রিক) ওসংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক দুই নিরীহ জুম্মকে ডেকে বেদম মারধর এবং ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জীবতলি ইউনিয়নে অবস্থানরত ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল পার্শ্ববর্তী মগবান ইউনিয়নের কামিলাছড়ি গ্রামের বাসিন্দা সাগর চাকমা (৩৮), পিতা-প্রহ্লাদ চাকমা ও সুরেশ চন্দ্র চাকমা (৪৭), পিতা-পয়সা রাম চাকমা নামের দুই ব্যক্তিকে তাদের সাথে দেখা করতে বলে।
তদনুযায়ী গত ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০:০০ টার দিকে সাগর চাকমা ও সুরেশ চন্দ্র চাকমা জীবতলি চেয়ারম্যান পাড়ায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের সাথে দেখা করতে যায়। দেখা করার পরপরই ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীরা সাগর চাকমা ও সুরেশ চন্দ্র চাকমাকে বেঁধে অমানবিকভাবে মারধর করে।
এরপর তারা প্রত্যেককে ৭০,০০০ টাকা করে দুইজনকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা হিসেবে ধার্য করে দুপুর ১২:০০ টার দিকে ছেড়ে দেয়। তবে, উক্ত ধার্যকৃত টাকা আগামী ৩০ জুন ২০২০ এর মধ্যে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের হাতে দিতে হবে তারা চূড়ান্ত সময় বেঁধে দেয়।
এছাড়া সাগর চাকমা ও সুরেশ চন্দ্র চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে কোন প্রকার সম্পর্ক রাখতে পারবে না বলে নির্দেশ দেয় ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীরা। অপরদিকে জনসংহতি সমিতির কর্মীদের আস্তানার খোঁজ পেলে তাদেরকে জানানোর এবং তাদের অনুমতি ব্যতীত কোথাও যেতে পারবে না বলেও নির্দেশ দেয় সন্ত্রাসীরা।
উল্লেখ্য, গত ৩১ মে ২০২০ বাংলাদেশ সেনাবাহিনীর এসকর্ট নিয়ে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল রাঙ্গামাটি সদর উপজেলাধীন জীবতলি ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় পৌঁছে।
আসার পরপরই তারা জীবতলি ইউনিয়নসহ পার্শ্ববতী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মারধর, হত্যা ও হয়রানি শুরু করেছে এবং ক্রমাগত তা বেড়েই চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।