হিল ভয়েস, ২১ জুন ২০২০, ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেনআদিবাসী সংগঠনগুলো।
ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা কামাল লোহানী আমৃত্যু বাংলাদেশের আদিবাসীদের সংকটে সাথী ছিলেন এবং আদিবাসী অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখতেন।
পাবত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন এবং পাহাড়ের আদিবাসীদের সংকটে নানা সময় পাশে দাঁড়িয়ে সংহতি জানাতেন।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। আদীবাসী ফোরামের নেতারা ভার্চুয়াল মাধ্যমে শোক প্রকাশ করে বলছেন, ‘বাংলাদেশের আদিবাসীরা তাঁদের এক অকৃত্রিম বন্ধুকে হারাল।’
এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে শোক জানিয়ে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন তথা পাহাড় ও সমতলের আদিবাসী মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে কামাল লোহানী আদিবাসী মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
জুম জনপদের নানা সংকট ও হাহাকারে আওয়াজ তোলা এ মানুষটির প্রয়ানে বিনম্র শ্রদ্ধাও জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের অগ্রপথিক এ মানুষটির প্রয়াণে আরো শোক জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন, আদিবাসীদের মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশন, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
বার্ধক্যজনিত নানা জটিল রোগসহ করোনায় আক্রান্ত হয়ে মারা যান বহু গুনের অধিকারী এ মানুষটি।
শনিবার ২০ জুন ২০২০ সকাল ১০টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী। তিনি করোনা আক্রান্ত ছিলেন।