হিল ভয়েস, ১০ মে ২০২০, খাগড়াছড়ি: গত পরশু সেনাবাহিনী সমর্থিত সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা বাজার থেকে সুধীর ত্রিপুরা ওরফে কাবলি (৪৫), পিতা-পূর্ণজয় ত্রিপুরা নামে এক জুম্ম গ্রামবাসী অপহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অপহরণের শিকার সুধীর ত্রিপুরা ওরফে কাবলি এর বাড়ি খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলার ১নং বাবার বাগান সংলগ্ন বাইল্যাছড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ মে ২০২০, শুক্রবার, সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারে অবস্থানরত সংস্কারপন্থী সশস্ত্র দলের কর্মী সুলেন চাকমা ও মঙ্গল ত্রিপুরা মোবাইলে ফোন করে সুধীর ত্রিপুরা ওরফে কাবলিকে তাদের সাথে দেখা করতে বলে। এরপর সুধীর ত্রিপুরা মাটিরাঙ্গা বাজারে তাদের সাথে দেখা করতে গেলে সংস্কারপন্থী সন্ত্রাসীরাতাকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে অপহরণের পর সুধীর ত্রিপুরার সাথে আর যোগাযোগ না থাকায় এবং সেদিন রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
জানা গেছে, আজ ১০ মে, রবিবার, সকাল ১০:০০ টার দিকে মি: বিকোব ত্রিপুরা ওরফে জয় নামে সংস্কারপন্থী এক কর্মী অপহৃত সুধীর ত্রিপুরার পরিবারের লোকজনকে ফোন করে জানায় যে, সুধীর ত্রিপুরা তাদের হেফাজতে রয়েছে। বিকোব ত্রিপুরা অপহৃত সুধীর ত্রিপুরার মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত সুধীর ত্রিপুরাকে মুক্তি দেয়া হয়নি।