হিল ভয়েস, ১২ মে ২০২০, রাঙ্গামাটি: সেনা-সমর্থিত সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজারে এক নিরীহ যুবককে অমানবিকভাবে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের শিকার যুবকের নাম জুয়েল চাকমা (২৭)। তিনি বরকল উপজেলার ২নং বরকল ইউনিয়নের বিল্লছড়া গ্রামের ইন্দ্র কিশোর চাকমার ছেলে।
জানা যায় যে, তিনি বেশ কিছুদিন ধরে গলাব্যাথা জনিত অসুখে ভুগছিলেন। তাই গতকাল ১১ এপ্রিল ২০২০ সকালের দিকে তার স্ত্রীকে নিয়ে তিনি চিকিৎসার উদ্দেশ্যে মিদিঙেছড়িতে এক কবিরাজের কাছে যান।
আজ ১২ মে ২০২০, বিকেল আনুমানিক ৩.০০টার দিকে জুয়েল চাকমা ও তার স্ত্রী মিদিঙেছড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সুবলং বাজার অতিক্রম করার সময় পেছন থেকে সংস্কারপন্থীরা বাজারে বোট ভিড়ানোর জন্য তাদেরকে ডাকে।
কিন্তু জুয়েল চাকমার সেদিকে খেয়াল না হওয়ায় সংস্কারপন্থীরা একপর্যায়ে অন্য একটি বোট নিয়ে তাদের তাড়া করে এবং জোরপূর্বক তাদেরকে বাজারে নিয়ে যায়।
এক পর্যায়ে পূর্ণাঙ্গ চাকমা ও সোহেল চাকমার নেতৃত্বে সংস্কারপন্থী সন্ত্রাসীরা জুয়েল চাকমাকে বেদম মারধর করে। জিজ্ঞাসাবাদ ও হয়রানি পর দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
তবে কেন জুয়েল চাকমাকে মারধর করা হয়েছে এবং কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানা যায়নি।