হিল ভয়েস, ১১ মে ২০২০, রাঙামাটি: গত ৯ মে রাঙামাটি জেলার লংগদু উপজেলার হাড়িকাবায় জুম্মদের উপর হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা এবং তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
অন্য অভিযুক্তদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল ১০ মে ২০২০ রবিবার সকাল সাড়ে দশটায় লংগদুতে ভাইবোনছড়া এপিবিএন ক্যাম্পে এক সালিশী বৈঠকে এই সিদ্ধান্ত হয়ব লে স্থানীয় সূত্র জানিয়েছে।
উক্ত সালিশী বৈঠকে লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন, রাজানগর জোনের টু-আইসি মেজর হাসান, ওসি মোহাম্মদ নূর, লংগদু ইউপি চেয়ারম্যান কলিন মিত্র চাকমা, বাঙালি মুরুব্বী মো: সুলতান পিসি, মো: মোমিন, ৪ নং ওয়ার্ড মেম্বার মো: হাবিব, পান্না পিচ্চি, ভাইবোনছড়া বাজার কমিটির সভাপতি মো: নাসির, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) চম্পা চাকমা, ৩, ৫ নং ওয়ার্ড মেম্বার অজয় বিকাশ চাকমা, প্রাক্তন মেম্বার দিগন্ত চাকমা (৫ নং ওয়ার্ড), বিমল চন্দ্র কার্বারী, সোনাময় চাকমা, ধন্যমনি চাকমা ও বীরেন্দ্র চাকমা উপস্থিতি ছিলেন।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়ে যে, হামলায় ক্ষতিগ্রস্তদেরকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। আগামী ১০ দিনের মধ্যে উক্ত টাকা সেটলার মুরুব্বীরা চেয়ারম্যান কলিন মিত্র চাকমার কাছে জমা দেবেন।
আগামী এক বছরের মধ্যে আর এ ধরনের ঘটনা ঘটবে না বলে গ্যারান্টি দেয়া হয় এবং এ হামলার ঘটনায় আহত কোন সেটলার কোন মামলা দিতে পারবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
উপরোক্ত সিদ্ধান্তে ও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় অধিবাসীরা সন্তোষ প্রকাশ করেছে।