হিল ভয়েস, ১৬ মে ২০২০, রাঙামাটি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় অস্ত্রের মুখে দুই মারমা গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৪ মে ২০২০, বৃহস্পতিবার ভোররাতে গাইন্দা ইউনিয়নের ফয়তু পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার দুই ব্যক্তি হলেন রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ফয়তু পাড়ার শুমেউ মং মারমা (৫২) ও মংউলায়ু মারমার ছেলে শিসু মারমা (৫০)।
অপহৃতদের স্বজনদের কাছ থেকে জানা যায়, রাতের বেলায় একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়।
স্থানীয় দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, উক্ত এলাকাটি সম্প্রতি আরাকান লিবারেশন পার্টি (এএলপি) থেকে দলচ্যুত মারমা সদস্যদের নিয়ে গঠিত মগ লিবারেশন পার্টির ঘাঁটি এলাকা।
স্থানীয় সূত্র আরো জানান যে, উক্ত দুই ব্যক্তিও এএলপি থেকে দলচ্যুত ও মগ পার্টির সক্রিয় সদস্য। মগ পার্টির মধ্যে চলমান আভ্যন্তরীণ কোন্দলের জেরে মগ পার্টি কর্তৃক তাদেরকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছ্যুক কয়েকজন গ্রামবাসী জানান।
বিভিন্ন সূত্রে জানা যায় যে, এএলপি ত্যাগ করে সম্প্রতি গঠিত তথাকথিত মগ লিবারেশন পার্টি সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃত্বের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় অবাধে চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা ইত্যাদি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
সূত্র আরো জানান যে, মগ পার্টির মধ্যে চাঁদাবাজির অর্থ, কর্তৃত্ব ও নেতৃত্বের কারণে সম্প্রতি ঘোরতর আভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। যার ফলে তাদের নিজেদের মধ্যে অপহরণ, পাল্টা অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা, পাল্টা হত্যা ইত্যাদি ঘটনা সংঘটিত হচ্ছে।
তারই জের ধরে রুমা উপজেলায় গত ৩ এপ্রিল রুমার পাইন্দু মৌজার হেডম্যানের ছেলে ও দলচ্যুত এএলপি সদস্য লুসাইমং মারমাকে অপহরণের পর হত্যা; গত ৩০ এপ্রিল পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের তংমক পাড়ার ক্যচানু মারমা ওরফে থুইনুমং ও অংথুইচিং মারমাকে অপহরণ; গত ৬ মে রুমার রিজুক কার্বারী প্রুসানু মারমাকে অপহরণ ইত্যাদি ঘটনা সংঘটিত হয়েছে।
এছাড়া রোয়াংছড়ি থেকে একজনসহ রুমায় আরো তিনজন মগ পার্টির সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যারা মগ পার্টির আভ্যন্তরীণ কোন্দলের জেরে গুমের শিকার হয়েছেন বলে স্থানীয়দের ধারণা।