হিল ভয়েস, ১৩ মে ২০২০, খাগড়াছড়ি: খাগাড়াছড়ি পার্বত্য জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য আদিবাসী জুম্ম জুমচাষীদের জুমঘর ভেঙে দিয়েছে এবং তাদের রোপিত কলা গাছের চারা উপড়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই বছর অন্যান্য এলাকার ন্যায় মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২০৩নং অভ্যা মৌজা এলাকায়ও বেশ কিছু দরিদ্র জুম্ম পরিবার জীবিকার তাগিদে জুমচাষের আবাদ করে।
এই উদ্দেশ্যে তারা স্ব স্ব জুমের জায়গায় জুমঘর নির্মাণ করে এবং কলাগাছও রোপণ করে।
কিন্তু গত ১২ মে ২০২০, বিকাল আনুমানিক ৩:৩০ টার দিকে মাটিরাঙ্গা সেনাজোনের অধীন শিচক সাবজোনের জনৈক মেজরের নেতৃত্বে ২০ জনের একটি সেনাদল সেই জুমে গিয়ে কয়েক পরিবারের জুমঘর ভেঙে দেয় এবং জুমে লাগানো অনেক কলা গাছের চারা উপড়ে ফেলে দেয়।
সেনাদলটি ঐ জায়গা তাদের পরিত্যক্ত ক্যাম্পের জায়গা বলে দাবি করে।
এছাড়া সেনাসদস্যরা তিনদিনের মধ্যে জুমে লাগানো হলুদগুলো তুলে না ফেললে জুমচাষীদের কঠোর শাস্তির মুখোমুখী হতে হবে বলে হুমকি প্রদান করে।
উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমচাষীরা হলেন-
১. উপেন্দ্র ত্রিপুরা (৬৩), পিতা- মৃত তেরশ ত্রিপুরা, গ্রাম-রুপসী পাড়া; তিনি গ্রামের কার্বারী;
২.আপন কুমার ত্রিপুরা (৩৮), পিতা- মৃত মনি কুমার ত্রিপুরা, গ্রাম-জল কুমার পাড়া;
৩. পূর্ণ কুমার ত্রিপুরা (৬৫), পিতা- অশ্বিন চন্দ্র ত্রিপুরা, গ্রাম-তাংতুং পাড়া;
৪. পাইলা কুমার ত্রিপুরা (৫৩), পিতা- গবচিং ত্রিপুরা, গ্রাম-তাংতুং পাড়া।
সূত্র: সিএইচসিনিউজ.কম