হিল ভয়েস, ২২ মে ২০২০, পার্বত্য চট্টগ্রাম: তিন পার্বত্য জেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ৮১ জন এবং সুস্থ হয়েছে মাত্র ২৩ জন। তার মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় আক্রান্ত হয়েছে মোট ৪৬ জন ও সুস্থ হয়েছে মাত্র ৪ জন; খাগড়াছড়ি পার্বত্য জেলায় আক্রান্ত হয়েছে মোট ১৮ জন ও সুস্থ হয়েছে মাত্র ১০ জন এবং বান্দরবান পার্বত্য জেলায় আক্রান্ত হয়েছে মোট ১৭ জন ও সুস্থ হয়েছে মাত্র ৯ জন।
গত ২২ মে পর্যন্ত সারাদেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৩০,২০৫ জন, মোট মৃত্যু হয়েছে ৪৩২ জন এবং সুস্থ হয়েছেন ৬,১৯০ জন। এই পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা: রাঙ্গামাটিতে সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী জেলায় ২২ মে পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ৪৬ জন এবং সুস্থ হয়েছে মাত্র ৪ জন।
তার মধ্যে ৬ মে রাঙ্গামাটি জেলায় আক্রান্ত হয়েছে ৪ জন, ১২ মে আক্রান্ত হয়েছে ১ জন, ১৩ মে আক্রান্ত হয়েছে ৯ জন, ১৪ মে আক্রান্ত হয়েছে ১১ জন, ১৬ মে আক্রান্ত হয়েছে ১ জন, ১৯ মে ১৭ জন এবং সর্বশেষ ২২ মে আক্রান্ত হয়েছে ৩ জন।
রাঙ্গামাটি জেলার মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৩২ জন। এছাড়া কাউখালী উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন, রাজস্থলীতে ১ জন, লংগদু উপজেলায় ২ জন, জুরাছড়ি উপজেলায় ৬ জন, নানিয়ারচর উপজেলায় ১ জন এবং বিলাইছড়ি উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন।
গত ১৯ মে ২৪ ঘন্টায় রাঙামাটি সদর উপজেলায় এই পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ১৭ জন। রাঙ্গামাটি সদর উপজেলায় করোনা পজিটিভ আক্রান্ত কিছু এলাকা পরিচিহ্নিত করা হয়েছে।
তার মধ্যে রির্জাভ বাজার ১ জন, মোল্লাপাড়া সদর হাসপাতাল এরিয়া ২ জন, দেবাশীষ নগর ১ জন, কল্যাণপুর ১ জন, রাজদ্বীপ এলাকায় ১ জন, রাজবাড়ি ১ জন, মানিকছড়িতে ১ জন, দেওয়ান পাড়ায় ১ জন, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা ৫ জন, উত্তর কালিন্দীপুর ৩ জন, রাঙ্গাপানি ১ জন, মাঝেরবস্তী ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনী ১ জন, রায় বাহাদুর সড়ক ৩ জন এবং তবলছড়ির ওমদামিয়া হিল ১ জন।
রাঙ্গামাটির বাসীর কাছে দাবি হচ্ছে এই আক্রান্তদের প্রায় ৪০ ভাগই রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্সসহ বিভিন্ন কর্মচারী বলে জানা যায়।
খাগড়াছড়ি জেলা: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় গত ২০ মে ২৪ ঘন্টায় ৪ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৭ জন এবং ২২ মে ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ জন। সুস্থ হয়েছেন ৯ জন। এছাড়া ১ জনের শরীরে তৃতীয় দফায় নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
খাগড়াছড়ি জেলায় মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন, পানছড়ি উপজেলায় ১ জন, দিঘীনালা উপজেলায় ৩ জন, মাটিরাঙ্গায় ১ জন, রামগড় উপজেলায় ১ জন, মানিকছড়িতে ১ জন এবং মহালছড়ি উপজেলায় আক্রান্ত হয়েছে ৯ জন।
এই নিয়ে খাগড়াছড়ি জেলায় ৫টি উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমন। তবে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা যায়।
বান্দরবান জেলা: বান্দরবান জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ জন এবং সুস্থ হয়েছে ৯ জন। বান্দরবান জেলা উপজেলাগুলোর মধ্যে থানচি উপজেলায় সর্বপ্রথম ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
তার মধ্যে আলিকদম উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন, লামা উপজেলায় ৭ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪ জন, থানচি উপজেলায় ২ জন এবং বান্দরবান সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২ জন।