হিল ভয়েস, ২৩ মে ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় সেনাবাহিনী সহযোগিতায় সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসী কর্তৃক বাবুছড়ার উদলবাগান থেকে জুম্ম ফিল্ম এসোসিয়েশনের (জুপা) প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্ঞানকীর্তি চাকমা (৪৫), পিতা মৃতঃ সত্যন্দ্র চাকমা অপহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৩ মে ২০২০, শনিবার দুপুর ১২:০০ ঘটিকার দিকে বাবুছড়া বাজার অবস্থানরত সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সদস্যরা উদলবাগান থেকে জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণ করে মোটর সাইকেলে যোগে বাবুছড়া দিকে নিয়ে যায়।
এদিকে অপহরণের পর জ্ঞানকীর্তি চাকমার সাথে যোগাযোগ না থাকায় পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এর আগে সন্ত্রাসীরা কার্বারী টিলা নামক স্থানে আনসার ক্যাম্পের পাশে মটর চাকমা নামে আরেকজনকে ধাওয়া করে এবং তার দিকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
উল্লেখ্য যে, এর আগে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা ৮ মে ২০২০ মাটিরাঙ্গা বাজার থেকে সুধীর ত্রিপুরাকে, ১৪ মে ২০২০ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাট থেকে তপন চাকমাকে এবং ১৬ মে ২০২০ বাঘাইছড়ির করেঙাতলি বাজার থেকে জিদং চাকমা ওরফে দাড়ি অপহরণ করে।
সন্ত্রাসীরা মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে পরে অপহৃতদের ছেড়ে দিয়েছিল। প্রাণঘাতি করোনা সংকটের মুখে এভাবে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা অর্থ সংগ্রহে নেমেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বাঘাইছড়ির জনৈক শিক্ষক অভিমত প্রকাশ করেন।