হিল ভয়েস, ১১ মে ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজারে এক ত্রিপুরা মটরসাইকেল চালককে সেনাবাহিনী লালিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অমানুষিকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, আজ ১১ মে ২০২০ সোমবার গুইমারা উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১৯৯নং বাইল্যাছড়ি মৌজার বাইল্যাছড়ি থেকে বিমল ত্রিপুরার ছেলে নুকুল ত্রিপুরা (৪২) নামে একজন মটরসাইকেল চালককে সেনা-সমর্থিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা জঘন্যভাবে মারধর করে।
আজ সকালে নুকুল ত্রিপুরা প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে যাত্রী নিয়ে মাটিরাঙ্গা বাজারে যান। সেখান থেকে সকাল১০টায় মাটিরাঙ্গা বাজারে থেকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে যায় সেনাবাহিনীর আশ্রয়ে মাটিরাঙ্গায় অবস্থানরত ইউপিডিএফ(গণতান্ত্রিক) সন্ত্রাসীরা।
খোঁজ নিয়ে জানা যায় যে, নুকুল ত্রিপুরাকে মাটিরাঙ্গা মাছ বাজারের কাছে একটি নির্দিষ্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে মারপিট করতে করতে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করে এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। টাকা না দিলে প্রাণে মারারহুমকিও দেয় দুর্বৃত্তরা।
পরে পাড়ার কার্বারিরা মাটিরাঙ্গা মাছ বাজার থেকে ২০,০০০ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। বেদম মারধর করায় নুকুল ত্রিপুরার সারা শরীরে লাল লাল করে ফুলে উঠে।
করোনা মহামারীর এমন সংকট ও দুর্যোগের সময়ে নিরীহ মানুষের উপর এহেন অত্যাচার, জুলুম, মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে।