হিল ভয়েস, ৬ এপ্রিল ২০২০, বান্দরবান: গত ৫ মার্চ ২০২০ বিকেলের দিকে গতকাল থেকে নিখোঁজ হওয়া বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলার পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমার ছেলে লুহ্লামং মারমার (৩৪) গলাকাটা লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। পুলিশ পাইন্দু ইউনিয়নের বাগানপাড়া-পাইন্দুপাড়া সড়কের জনশূণ্য এলাকা থেকে লাশটি উদ্ধার করে। এরপর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ময়নাতদন্তের জন্য লাশটি রুমা সদরের দিকে নিয়ে যায়।
জানা গেছে, গত ৩ মার্চ ২০২০ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন লুহ্লামং মারমা। আজ ৫ মার্চ ২০২০ স্থানীয় জুম্মরা জুমের কাজে পাহাড়ে গেলে পাইন্দু ইউনিয়নের বাগানপাড়া এলাকার পার্শ্ববর্তী ঝর্ণায় নিখোঁজ লুহ্লামং মারমার গলাকাটা লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশের একটি দল এই দিনই রাত ১০:৩০ টার দিকে লাশটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, রুমা থানায় এব্যাপারে কোন মামলা হয়নি এবং পুলিশ এ ব্যাপারে কাউকে গ্রেফতার করেনি বলে জানা যায়।
স্থানীয়রা জানান যে, লুহ্লামং মারমার বিরুদ্ধে বিদেশী সশস্ত্র গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টি (এএলপি)-এর সাথে যুক্ত হয়ে কাজে জড়িত থাকার অভিযোগ ছিল।