হিল ভয়েস, ১৭ এপ্রিল ২০২০, রাঙ্গামাটি: গত ১৬ এপ্রিল ২০২০ বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে সেনা-সমর্থিত ইউপিডিএফ-গণতান্ত্রিকপন্থীদের একটি সশস্ত্র দল খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা ও রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি সীমান্তবর্তী দশ নম্বর এলাকা থেকে চট্টগ্রাম থেকে বাঘাইছড়ি ফেরার পথে সুখময় চাকমা (২৭), পীং-নীরতা রঞ্জন চাকমা নামে এক জুম্ম শ্রমজীবীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর সুখময় চাকমাকে ব্যাপক মারধর করা হয়।
পরে ঘটনাটি খবর পেয়ে, সুখময় চাকমার বাবা ও এলাকার মুরুব্বীরা মিলে ঐ দিনই সন্ধ্যা ৭:৩০ টার দিকে পরদিন ১৭ এপ্রিল সকালের দিকে দেড় লাখ টাকা এবং তিন সপ্তাহ পর আরো দেড় লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সুখময় চাকমাকে ফিরিয়ে নিয়ে আসে।
বর্তমানে সুখময় চাকমাসহ আরও অনেকেই চট্টগ্রাম থেকে ফিরে বাঘাইছড়ির নলবনিয়া বৌদ্ধ বিহারে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে। সুখময় চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া গ্রামে।
এদিকে সুখময় চাকমার বাবা অনেক কষ্টে কোনমতে ৬৫ হাজার টাকা যোগার করে বাঘাইছড়ির দ্বিটিলা নামক স্থানে ইউপিডিএফ-গণতান্ত্রিকপন্থীদের সাথে যোগাযোগ করতে গেলে ইউপিডিএফ-গণতান্ত্রিকপন্থী সদস্যরা সেই টাকা ফিরিয়ে দেয়।
তারা সুখময় চাকমার বাবাকে বলে যে, আগামীকাল ১৮ এপ্রিল সকালে দেড় লাখ টাকা দিতে না পারলে তার ছেলেকে তাদের হাতে তুলে দিতে হবে।
জানা গেছে, সুখময় চাকমা চট্টগ্রামে পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য।