পানছড়িতে সংস্কারপন্থী কর্তৃক এক গ্রামবাসী অপহৃত, পরে মুক্তিপণের বিনিময়ে মুক্তি

হিল ভয়েস, ৩০ এপ্রিল ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলার পুজগাঙ এলাকা থেকে সেনা-সমর্থিত সংস্কারপন্থীদের কর্তৃক অপহৃত এক জুম্ম গ্রামবাসী মুক্তিপণের বিনিময়ে গতকাল ছাড়া পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, গত ২৯ এপ্রিল ২০২০ পুজগাঙ এলাকার করল্যাছড়ি গ্রামের বাসিন্দা প্রকাশ চাকমা (৪০) নামে এক জুম্ম গ্রামবাসী সকালের দিকে খাগড়াছড়ি সদরে যান। ঐ দিনই খাগড়াছড়ি থেকে ফেরার পথে ভাইবোনছড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী দেওয়ান পাড়া এলাকায় পৌঁছলে দীপন আলো চাকমার নেতৃত্বে সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল প্রকাশ চাকমাকে অপহরণ করে।

পরে গত ৩০ এপ্রিল ২০২০ অপহরণকারী দীপন আলো চাকমা অপহৃত প্রকাশ চাকমার আত্মীয়দের সাথে যোগাযোগ করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা যায়। এরপর ঐদিনই অপহৃতের আত্মীয়রা কোন রকমে ৫০ হাজার টাকা যোগার করে সেই টাকা নিয়ে অপহরণকারী সংস্কারপন্থীদের সাথে দেখা করে। অনেক কাকুতি-মিনতি করার পর ঐ দিনই সংস্কারপন্থীরা ৫০ হাজার টাকার বিনিময়ে অপহৃত প্রকাশ চাকমাকে তার আত্মীয়দের নিকট হস্তান্তর করে।

প্রকাশ চাকমা পুজগাঙ এলাকার গ্রাম্য ডাক্তার বলে জানা গেছে।

More From Author