হিল ভয়েস, ২৯ এপ্রিল ২০২০, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ইছারচালা গ্রামে এক আদিবাসী বর্মণ ব্যক্তির জমিদখল করে ঘর নির্মাণ করা হচ্ছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ইছারচালা গ্রামে এক আদিবাসীর জমি দখল করে প্রতিপক্ষের ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মৃত খগেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে ফুরেন্দ্র চন্দ বর্মণের সাগরদীঘি মৌজায় ১৬ শতাংশ জমি রয়েছে। ফুলমালিরচালা গ্রামের মহানন্দসহ কয়েকজন ওই জমি জোর করে দখলে নিয়েছেন। তারা ঘরও তুলেছেন। অভিযোগ রয়েছে যে, ফুরেন্দ্র চন্দ্র বর্মণকে ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বায়নানামা তৈরি করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কাজে সহায়তা করেছেন।
অভিযুক্ত মহানন্দ বলেন, ‘জমিটি ৩ লাখ ৪০ হাজার টাকায় কিনে ৩ লাখ টাকা পরিশোধ করে বায়নাপত্র করা হয়েছে। অফিস বন্ধ থাকায় দলিল করা সম্ভব হয়নি। তাদের উপস্থিতিতে জমিতে ঘর নির্মাণকাজ শুরু করা হয়েছিল। তাই জবরদখল করার কোনো প্রশ্নই আসে না।’
সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, ‘দুই পক্ষের সম্মতিতে ফুরেন্দ্র জমির বায়নানামা করেছেন বলে আমি শুনেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। উভয় পক্ষকে বিরোধী জমিতে আর কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।’
সূত্র : কালের কণ্ঠ