খাগড়াছড়িতে সংস্কারপন্থী কর্তৃক চবি’এক জুম্ম ছাত্র অপহৃত, পরে মুক্তি

হিল ভয়েস, ২৪ এপ্রিল ২০২০, খাগড়াছড়ি:  অর্পণ চাকমা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী জুম্ম ছাত্র খাগড়াছড়ির ভাইবোনছড়া থেকে অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় যে, গত ২৩ এপ্রিল ২০২০ রাত আনুমানিক ৭:৩০ টার দিকে সেনা-সমর্থিত সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলাধীন ভাইবোনছড়া ইউনিয়নের রবিজয় পাড়ার নিজ বাড়ি থেকে অর্পণ চাকমা (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক জুম্ম ছাত্রকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ হওয়ায় সম্প্রতি অর্পণ চাকমা তার নিজের গ্রামের বাড়িতে চলে আসেন। সেখান থেকে তাকে অপহরণ করেন সেনা-সমর্থিত সংস্কারপন্থী সন্ত্রাসীরা। অপহরণের পর সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে মুক্তিপণ ১ লক্ষ টাকা দেয়ার শর্তে সন্ত্রাসীরা অপহৃত অর্পণ চাকমাকে ছেড়ে দিয়েছে। আজ ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

করোনাভাইরাস মোকাবেলায় চলমান লকডাউন কালে এক সপ্তাহের মধ্যে কীভাবে এক লক্ষ টাকা জোগাড় করবেন এ নিয়ে অর্পণের অভিভাবকরা সংকটে পড়েছেন।

More From Author